দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে আ. লীগ: ফখরুল

|

ফাইল ছবি।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হওয়ার পর দেশে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছিলো। কিন্তু আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে দেশকে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালে আওয়ামী লীগের হাতেই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া প্রথমবার ধাক্কা খায়। এরপর একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়। সেই থেকে নিরবিচ্ছিন্নভাবে দেশে গণতান্ত্রিক ধারা বজায় থাকেনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ বড় সঙ্কটের মুখে পড়েছে। দেশের অস্তিত্ব বিলীন হতে চলছে। একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে সার্বভৌমত্বও হুমকির মুখে। এ সময় আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply