রাজবাড়ীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

|

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ী সদর উপজেলায় চন্দনী‌ ইউনিয়নের তালতলায় অটোরিকশার চাপায় আলিফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ চন্দনী ইউনিয়নের হ‌রিণধরা এলাকার হা‌ফিজের ছেলে।

চন্দনী ইউনিয়ন প‌রিষদের চেয়্যারম্যান আব্দুর রব জানান, শিশু‌টি তার বাড়ীর সামনের রাস্তায় এক‌টি অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে রাজবাড়ী হাসপাতালে নেয়ার পথে শিশু‌টি মারা যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের সি‌নিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু‌টিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান, এ ঘটনায় অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply