বিলিয়ন ডলারের সহায়তা হারাতে পারে শ্রীলংকা : বিক্রমাসিংহে

|

শ্রীলংকার টালমাটাল রাজনীতির কারণে বিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তা বাতিল করে দিতে পারে যুক্তরাষ্ট্র ও জাপান। রোববার, দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এই হুঁশিয়ারি দেন।

রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বলেন, তাকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করার কারণে, বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পে বন্ধ হয়ে যেতে পারে বিনিয়োগ। শ্রীলংকার রেল এবং অবকাঠামো খাতের উন্নয়নে হাজার কোটি ডলারের ঋণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও জাপান। বিক্রমাসিংহে হুঁশিয়ার করেন, পরিস্থিতি স্থিতিশীল না হলে বন্ধ হয়ে যেতে পারে ইইউ’র বাজারে দেশটির শুল্কমুক্ত প্রবেশাধিকার।

গেলো মাসে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তাকে ক্ষমতাচ্যুত করে, মাহিন্দা রাজাপাকসে’কে প্রধানমন্ত্রী পদে বসান। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আস্থাভোটের প্রস্তাব বিক্রমাসিংহে’র। যা ঠেকাতে, ১৪ নভেম্বরের মধ্যে পার্লামেন্ট পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply