বাজেটের ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমানো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

|

বাজেটের ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে কিছু কিছু ক্ষেত্রে দেশের স্বার্থেই ঋণ নিতে হয় বলে মন্তব্য করেন তিনি।

রোববার (৩০ জুন) দুপুরে বাজেট পাশ পরবর্তী প্রতিক্রিয়ায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই অফশোর অ্যাকাউন্টে টাকা রাখার পদ্ধতি রয়েছে। বাংলাদেশও সেটা শুরু করতে চাচ্ছে। ফলে, যেকোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে অফশোর এ্যাকাউন্ট খুলে টাকা রাখতে পারবে। এবার সৌদি আবর সফরে গিয়ে তাদের দেশের কোম্পনিগুলোকে অফসোর অ্যাকাউন্টে টাকা রাখার আহ্বান জানানো হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply