যে ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ আর আপডেট দেবে না

|

বেশ কিছু ফোনে আর নতুন কোনো আপডেট না দেয়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, স্যমসাং, মটোরোলা ও অ্যাপেলের মতো বেশ কিছু ব্রান্ডের কিছু মডলের জণ্য তারা আর নতুন কোনো আপডেট দেবে না। ফলে গ্রাহক নিরাপত্তাজনিত বেশ কিছু ফিচার মিস করবেন।

মেটা নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠান তাদের নতুন করে সফটওয়্যারের সর্বনিম্ন প্রয়োজনীয়তায় এনেছে পরিবর্তন। তারা জানিয়েছে, স্যামসাং: গ্যালাক্সি নোট ৩, গ্যালাক্সি এস-৩ মিনি, গ্যালাক্সি এস প্লাস, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি এক্সপ্রেস, গ্যালাক্সি গ্রান্ড, গ্যালাক্সি নোট-৩, গ্যালাক্সি এস-৪ জুমে আর কোনো নতুন আপডেট দেয়া হবে না।

এছাড়া, অ্যাপেলের আইফোন ৫, ৬, আইফোন এসই, আইফোন ৬এস, আইফোন ৬স প্লাস আর কোনো হোয়াটস অ্যাপের নতুন সংস্করণ পাবে না।

এই তালিকায় আছে মটোরোলার মটো জি ও মটো এক্স। এছাড়াও আছে হুয়াওয়ের এসেন্ড পি৬ এস, এসেন্ড জি৫২৫, হুয়াওয়ে সি১৯৯, হুয়াওয়ে জি এক্স ওয়ানএস ও হুয়াওয়ে ওয়াই ৬২৫। এই তালিকায় আছে সনি এক্সপেরিয়া জেড ১, এক্সপেরিয়া ই৩।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply