২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

|

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে যে উত্তর কোরিয়া থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ঘটনার জেরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পাশাপাশি দেশ দুটিতে। সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের দ্বারা পরিচালিত নতুন সামরিক মহড়ার প্রতি “আক্রমনাত্মক এবং অপ্রতিরোধ্য” প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দেয়ার ঠিক একদিন পরে ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে বলেছে যে ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার দক্ষিণ-পূর্ব জাঙ্গিয়ন শহর থেকে উত্তর-পূর্ব দিকে ১০ মিনিটের ব্যবধানে নিক্ষেপ করা হয়েছিল।

সামরিক বাহিনী বলেছে যে প্রথম ক্ষেপণাস্ত্রটি ৬শ’ কিলোমিটার এবং দ্বিতীয়টি ১শ’ ২০ কিলোমিটার দুরে যায়। তবে ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কোথায় অবতরণ করেছে তা জানায়নি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply