জোরপূর্বক প্রত্যাবাসনে রোহিঙ্গা সংকটের সমাধান আসবে না: জাস্টিন ট্রুডো

|

জোরপূর্বক প্রত্যাবাসনে রোহিঙ্গা সংকটের সমাধান আসবে না। বৃহস্পতিবার আসিয়ান সম্মেলনের সাইডলাইনে এ মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি বলেন, অনিচ্ছায় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো হলে; সেটা হিতে-বিপরীত হতে পারে। কারণ রাখাইনের বর্তমান পরিস্থিতির সম্পর্ক অবগত নয় আন্তর্জাতিক মহল। এ অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

এদিকে ১৫ নভেম্বর প্রথম দফায় ২ হাজার ২৬০ রোহিঙ্গাকে ফেরত পাঠানো কথা ছিলো। সে অনুযায়ী দেড়শো মানুষকে নেয়া হয় ক্যাম্পে। সব প্রস্তুতি থাকলেও, রোহিঙ্গাদের বিক্ষোভ এবং শঙ্কার কারণে মিয়ানমারে পাঠানো যায়নি তাদের। আন্তর্জাতিক সংস্থাগুলোর শঙ্কা, জোরপূর্বক প্রত্যাবাসন হলে, বড় ধরণের বিপদে পরতে পারেন রোহিঙ্গারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply