ফেনীতে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

|

ফেনী প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া এলাকায় শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছে। এতে ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহতরা হচ্ছে সাইদ হোসেন ও মানিক। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া এলাকায় একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলে দুই জন মারা যায়। পুলিশ নিহতদের মর্গে এবং আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও জানান, নিহতরা যাত্রী না চালক তা নিশ্চিত করে জানা যায়নি। পুলিশ গাড়ি দু’টি জব্দ করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply