মার্কিন কংগ্রেসের আগামী মাসে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্যালেস্টাইনি ঐতিহ্যবাহী পোশাক পরে যোগদান করবেন মিশিগান রাজ্য থেকে সদ্য নির্বাচিত কংগ্রেসম্যান রাশিদা তালিব।
তিনি তার ব্যক্তিগত ইন্সটাগ্রাম এ্যাকাউন্টের মাধ্যমে এ তথ্য জানান, সেই সাথে তিনি ঐতিহ্যবাহী প্যালেস্টাইনি পোশাক ‘তোব’ এর একটি ছবি পোস্ট করেন।
কংগ্রেসে রাশিদা তালিব প্রথম প্যালেস্টাইনি বংশোদ্ভূত আমেরিকান মুসলিম মহিলা কংগ্রেসম্যান। তিনি (৪২) যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন প্যালেস্টাইনি মা-বাবার কাছে। তার মা রামাল্লার বাইতুল ফৌকা থেকে আগত এবং পিতা পূর্ব জেরুজালেমের বেইন হেনিনা থেকে আগত।
তালিব এর আগে ২০০৮ সালে প্রথম মুসলিম মহিলা সদস্য হিসেবে মিশিগান আইনসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন।তার প্রচারণায় তিনি ন্যূন্যতম ১৫ ডলার মুজুরির প্রতিশ্রুতি সহ সামাজিক নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবামূলক প্রকল্প বন্ধ রোধ করার কথা বলেন।
পাশাপাশি বৃহৎ কর্পোরেশনের কর মওকুফ সুবিধা বন্ধ করে দেয়ার কথা বলেন। তিনি আশা করছেন কংগ্রেসের তার নতুন সহকর্মীরা ইজরায়েল-ফিলিস্তিনি সংঘাতের বিকল্প ভূমিকা রাখবে।
Leave a reply