সেনা মোতায়েনে ভোটার ও দলের মধ্যে আস্থা ফিরবে: সিইসি

|

সেনা মোতায়েনের ফলে ভোটার ও দলের মধ্যে আস্থা ফিরবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব পালন করবে তারা। সকালে, রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ইভিএম-এ ভোটগ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

ভোটের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের নানা কর্মকাণ্ডে পরিবেশ কিছুটা উত্তপ্ত হয় জানিয়ে সিইসি বলেন, সেনা মোতায়েনের ফলে তা কিছুটা হলেও কমবে। সবার মতামতের ফলে সীমিত পরিসরে নির্বাচনে ইভিএম চালু হয়েছে। যা পরিচালনার মূল দায়িত্ব পালন করবে অভিজ্ঞরা। পাশাপাশি পুরো কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে বলেও জানান কেএম নূরুল হুদা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply