ভুলে না যাওয়ার আকুতি আহমেদ ইমতিয়াজ বুলবুলের

|

জীবনের শেষ ফেসবুক পোস্টে তাকে ভুলে না যাওয়ার আকুতি জানিয়েছেন মুক্তিযোদ্ধা, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল।

গত ২ জানুয়ারী সকালে তার ব্যক্তিগত ফেসবুক এ্যাকাউন্টে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘আমাকে যেন ভুলে না যাও… তাই একটা ছবি পোস্ট করে মুখটা মনে করিয়ে দিলাম।’

তার এ ভুলে না যাবার আবেদন করে করা পোস্টটি শেয়ার হয়েছে ২১৭ বার এবং এতে মন্তব্য করা হয়েছে প্রায় ১২শ।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে আফতাব নগরের বাসায় স্ট্রোক করার পর দ্রুত তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৭১ সালে মাত্র ১৪ বছর বয়সে বুলবুল কাঁধে কাঁধ মিলিয়ে রাইফেল হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন রণাঙ্গনে।

মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ স্মৃতি নিয়ে বহু জনপ্রিয় গান লিখেছেন এবং সুর করেছেন। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে জামায়াত নেতা গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষ্যের অন্যতম সাক্ষী ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply