সিটি ও উপজেলা নির্বাচনে যাবে না বিএনপি: ফখরুল

|

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন ও উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকায় এর অধীনে কোনো ধরনের নির্বাচনে যাবে না বিএনপি।

উল্লেখ্যে, আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি। একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন হবে।

এছাড়া, সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনে ২৮ ফেব্রুয়ারি পুনঃনির্বাচন হবে। তারপরই অনুষ্ঠিত হওয়ার কথা উপজেলা নির্বাচন। ৫টি ধাপের এ নির্বাচনের প্রথম ধাপ ৮ অথবা ৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply