ডাকসু নিয়ে ফের অনশনে ওয়ালিদ

|

হলের বাইরে ভোট কেন্দ্র স্থাপন,ভোটার হওয়ার বয়সসীমা শিথিল করাসহ ৪ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসভবনের সামনে অনশন শুরু করেছেন ওয়ালিদ আশরাফ।

তার দাবিগুলো হলো, খোলা মাঠে অথবা তিনটি পয়েন্টে ভোটকেন্দ্র দিতে হবে পয়েন্টগুলো হলো টিএসসি, আইইআর এবং সমাজকল্যাণ ইনিস্টিটিউট, মিডিয়া ও পর্যকেক্ষকদের নজরদারীর অনুমতি, সাম্যতা ও সহ-অবস্থানের দাবি এবং বয়সসীমা ৪০ রাখতে হবে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় চার দফা দাবিতে একই জায়গায় অনশনে বসেন ওয়ালিদ আশরাফ। তবে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে তাঁকে সেখান থেকে উঠিয়ে দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply