ওবায়দুল কাদের শঙ্কামুক্ত নন, নেয়া হচ্ছে সিঙ্গাপুর

|

হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ সকাল সাতটার দিকে বুকে প্রচণ্ড ব্যথা উঠলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ’তে নিয়ে যাওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরইমধ্যে একটি রিং’ও পরানো হয়েছে।

পরে ব্রিফিংয়ে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল তবে শঙ্কামুক্ত নন। অবশ্য ব্লাড প্রেশার ও হার্টবিট এখন স্বাভাবিক রয়েছে। আগামী ৭২ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

এদিকে, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply