বহুতল ভবন নির্মাণে অনিয়ম খতিয়ে দেখতে পরিদর্শনে রাজউক

|

বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর রাজধানীর বহুতল ভবনে নির্মাণ ত্রুটি ও অনিয়ম খতিয়ে দেখতে পরিদর্শনে নেমেছে রাজউক। সকালে বনানীর কাকলী মোড়ে বেশ কয়েকটি ভবন পরির্দশন করে রাজউকের একটি দল।

নির্মাণাধীন ভবনগুলো অনুমোদনহীন ও নকশা বহির্ভূত কিনা এসময় খতিয়ে দেখা হয়। এরপর প্রাসাদ ট্রেড সেন্টারে যায় রাজউক প্রতিনিধিরা। এখানে নকশা বর্হিভূত একটি রেস্টুরেন্ট বন্ধ করে উচ্ছেদের নির্দেশ দেয় তারা।

কর্তৃপক্ষ জানায়, নিয়ম বহির্ভূত কোন কিছু পেলেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। রাজউকের জোনাল ডিরেক্টর মামুন মিয়ার নেতৃত্বে ৫ সদস্যের দল অভিযান পরিচালনা করে।

ঢাকা শহরের আশপাশের গুলশান-বনানী, উত্তরা-টঙ্গী, সাভার-মিরপুর, ধানমণ্ডি-লালবাগ, মতিঝিল-কেরানীগঞ্জসহ মোট ৮টি জোনে বিভক্ত হয়ে ২৪ টি দল এই পরির্শনে নেমেছে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply