আফগানিস্তানের বিরুদ্ধে অতিরিক্ত আপিলের জন্য কোহলির জরিমানা!

|

আফগানিস্তানের কাছে নাকানি–চুবানি খেয়ে জয় পাওয়া ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আফগানিস্তানের সাথে খেলায় অতিরিক্ত আবেদন করায় কোহলি এর ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে রাখা হয়েছে। আইসিসি- এর কোড অফ কন্ডাক্টের লেভেল- ১ লঙ্ঘনের জন্য জরিমানা ছাড়াও একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে কোহলির নামের পাশে।

এর আগে প্রথমে ব্যাট করে বিরাট কোহলি ও কেদার যাদবের জোড়া ফিফটিতে ভর করে ৮ উইকেটে ২২৪ রান তুলতে সক্ষম হয় ভারত। টার্গেট তাড়া করতে নেমে মোহাম্মদ নবীর ঝড়ো ফিফটির পরও ১১ রানে হেরে যায় আফগানিস্তান। ৪৯.৫ ওভারে ২১৩ রান তুলতে সক্ষম হয় আফগানরা

জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল মাত্র ২১ রান। ৪৯তম ওভারে বুমরাহ মাত্র ৫ রান দিলে শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রানের। ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ সামির করা প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে মোহাম্মদ নবী ফিফটি পূর্ন করেন। দ্বিতীয় বল ডট। তৃতীয় বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মোহাম্মদ নবী। তার বিদায়ের আফগানিস্তানের জয়ের স্বপ্ন ভেঙে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply