মাদ্রাসা বোর্ডের পাসের হার ৮৮.৫৬

|

এ বছর মাদরাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। গত বছরের তুলনায় এবছরের পাসের হার বেশি। ২০১৮ সালের আলিম পরীক্ষায় পাসের হার ছিলো ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৪৩ জন মাদ্রাসা শিক্ষার্থী।

এবছর এইচএসসি ফলাফল বিশ্লেষণে দেখা গেছে ৯০৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অপরদিকে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাস করেনি। তবে শতভাগ পাসের হার গত বছরের তুলনায় এবার বেশি হলেও কমেছে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। গত বছর ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় ৪০০টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করে। এছাড়া শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ছিলো ৫৫টি।

এবছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পাশের হার ৭৩.৯৩ শতাংশ। এছাড়া এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন। ফলাফল বিশ্লেষণে ছাত্রদের থেকে ছাত্রীদের পাশের হার বেশি।

সাধারণ আট বোর্ডে পাসের হার ৭১.৮৫ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply