বাগেরহাট প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু খালেক বাহিনীর প্রধান খালেকসহ দুই দস্যু নিহত। এসময় বিপুল পরিমান অস্ত্র গোলা বারুদ উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সজিবুল ইসলাম মুঠোফোনে জানান, জেলে, বাওয়ালী,মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব নিয়মিত সুন্দরবনে টহল দিয়ে আসছে । তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে সুন্দরবনের জোংড়া খাল এলাকায় টহলে গেলে সুন্দরবনের ভিতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দস্যুরা। র্যাবও পাল্টা গুলি চালায় এভাবে সকাল সাতটা পর্যন্ত থেমে থেমে দস্যুদের সাথে গুলি বিনিময়ের পর দস্যুরা পিছু হটলে র্যাব এলাকা তল্লাশি চালিয়ে দুই দস্যুকে গুলিবিদ্ধসহ বিপুল পরিমান অস্ত্র গোলা বারুদ উদ্ধার করে।
গুলিবিদ্ধ দুই দস্যুকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
Leave a reply