দুর্বল হলো বুলবুল: মহাবিপদ সংকেত প্রত্যাহার

|

ঘূর্ণিঝড় বুলবুল শক্তি হারিয়ে এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। যার কারণে খুলনা ও মংলা সমুদ্রবন্দরকে দেয়া ১০ নম্বর মহাবিপদ সংকেত প্রত্যাহার করে নেয়া হয়েছে। সেখানে এখন তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামে দেখানো ৯ নম্বর মহাবিপদ সংকেত ও কক্সবাজারে দেখানো ৪ নম্বর সংকেত প্রত্যাহার করা হয়েছে। এসব স্থানকে এখন তিন নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নদী বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকাল ১০টার পর আবহাওয়া অফিসে এক বিফ্রিংয়ে এসব তথ্য জানান পরিচালক সামছুদ্দিন আহমেদ।

এসময় তিনি আরো বলেন, বর্তমানে বুলবুলকে আর ঘুর্ণিঝড় বলা যাবে না। এটি এখন দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। বড় ধরনের ঝড়ের আশঙ্কা আর নাই। তবে আগামী দুইদিন সারাদেশে থেমে থেমে বৃষ্টি হবে। এরকম পরিস্থিতি থাকলে আগামী ৫/৬ ঘণ্টা পর স্থানীয় সতর্কতা সংকেতও তুলে নেয়া হবে। বিপর্যয়ের আশঙ্কা নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply