অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে টাইগাররা

|

স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২৬২ রানে লক্ষ্যে মাত্র ১৫৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। ১৯ রান খরচায় ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

পচেফস্ট্রুমে পারভেজ-তানজিদের জুঁটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। প্রায় পাঁচ রান রেটে, ৬০ রানের জুটি গড়েন তাঁরা। তবে অবিচল তানজিদ তুলে নেন ফিফটি, ৮৪ বলে ৮০ রানের ইনিংস খেলে ভ্যান ভুরেনের শিকার হন। এরপর তৌহিদ হৃদয়-শাহাদাতের ১০২ রানের জুঁটিতে বড় স্কোর গড়ে বাংলাদেশ।

হৃদয় ৫১ করে ফিরলেও, ৭৪ রানের অপরাজিত ইনিংসে দলকে ২৬১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন শাহাদাত হোসেন।

জবাব দিতে নেমে ৩৪ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১৫ রান করা কানিয়া কোটানিকে ফেরান পেসার তানজিম সাকিব। এরপর উইকেট শিকারে যোগ দেন বাঁহাতি স্পিনার রাকিবুল।

১৯ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। ((বিউফোর্টের ৬০ ছাড়া বলার মত আর কোন স্কোর ছিলনা প্রোটিয়াদের।

৬ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply