মৃত্যুর পর রিপোর্ট এলো সাবেক এমপি পুতুল করোনায় আক্রান্ত ছিলেন

|

বগুড়া ব্যুরো:

মৃত্যুর পর রিপোর্ট এসেছে বগুড়ার সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন বগুড়া-জয়পুরহাট জেলার সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদকও ছিলেন।

মৃত্যুর দুদিন আগে পুতুলের নমুনা সংগ্রহ করেছিলো স্বাস্থ্য বিভাগ। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু যমুনা নিউজকে জানান, গত কয়েকদিন ধরে জ্বর, কাশি ও ডায়রিয়ায় ভুগছিলেন কামরুন নাহার পুতুল। মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার রাতে পুতুলের অসুস্থতা বেড়ে গেলে স্বজনরা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। সে কারণে বিকেলে স্বাস্থ্যবিধি মেনে শহরের নামাজগড় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন জানান, পুতুলসহ শুক্রবার জেলায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ জন সাবেক এই সংসদ সদস্যের পরিবারের সদস্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply