দেশে ফিরলো ভিয়েতনামে আটকে পড়া ১১২ বাংলাদেশি

|

ফাইল ছবি

কাজের সন্ধানে গিয়ে আটকে পড়া ১০৭ বাংলাদেশি শ্রমিক এবং কোভিড-১৯ মহামারির জন্য আটকে পড়া ৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠাচ্ছে ভিয়েতনাম সরকার।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান আজ বিকেল ৪টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই বাংলাদেশি নাগরিকদের নিয়ে অবতরণ করে।

বাংলাদেশ থেকে ভিয়েতনাম নাগরিকদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযােগিতায় বাংলাদেশ দূতাবাস হ্যানয়- ভিয়েতনাম এই বিশেষ বিমানটির মাধ্যমে আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনের আয়ােজন করে।

বাংলাদেশ দূতাবাস হ্যানয়, ভিয়েতনাম- এর বিশেষ অনুরােধে ভিয়েতনাম সরকার অবৈধ শ্রমিকদের পাসপোর্ট পুনরুদ্ধার, ভিসাহীন অবস্থানের ক্ষতিপূরণ মওকুফ এবং এক্সিট পারমিট প্রদান করে। ভিয়েতনাম সরকারের সাহায্য ও সহযােগিতায় বাংলাদেশ দূতাবাস হ্যানয়- ভিয়েতনামে গিয়ে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইটের অনুমতি সংগ্রহ করে। -বিজ্ঞপ্তি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply