ভ্যাকসিন ছাড়া বের হলে শাস্তির সিদ্ধান্ত নেয়নি সরকার: তথ্যমন্ত্রী

|

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

১৮ বছরের বেশি কেউ ভ্যাকসিন ছাড়া বের হলে শাস্তি হবে, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৪ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, এটা কারো ব্যক্তিগত অভিমত হতে পারে। কিন্তু সরকারের সিদ্ধান্ত নয়।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গতকাল যে সভা হয়েছে সেখানে আমি নিজেও অনলাইনে যুক্ত ছিলাম। ওই সভায় ১৮ বছরের বেশি কেউ ভ্যাকসিন ছাড়া বের হলে শাস্তি হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং, সিদ্ধান্ত যেটি হয়েছে সেটি হলো কীভাবে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানা আরও বেশি নিশ্চিত করা যায়।

তথ্যমন্ত্রী আরও জানান, মাস্ক পরা বাড়াতে পুলিশকে আরও কিভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে আলোচনা হবে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply