রাজধানীতে সকাল থেকে হালকা বৃষ্টি, চলতে পারে দিনভর

|

রাজধানীতে দিনভর হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (৩ অক্টোবর) সকাল থেকেই আশ্বিনা বৃষ্টিতে দুর্ভোগে পড়ে সড়কে চলতে থাকা মানুষ।

গেল রাতে বৃষ্টি হয়েছে রাজধানীজুড়ে। এতে সকাল পর্যন্ত প্রায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টি হলেই যানজটের যে চিরায়ত রূপ তা আজ দেখা যায়নি রাজধানীতে। এতে কিছুটি স্বস্তিতে সড়কে চলছে মানুষ।

উত্তর বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এখনো একই এলাকায় বিরাজ করছে। লঘুচাপটি বেশ সক্রিয় রয়েছে। এর প্রভাবে মাঝারি, ভারি ও ভারি বর্ষণের কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। এই বৃষ্টিপাত আরও দুদিন অব্যাহত থাকতে পারে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply