রিটার্ন দিতে কর অঞ্চলে ভিড়, হয়রানি ছাড়াই দাখিল করা যাচ্ছে

|

আয়কর রিটার্নের যতোই দিন যাচ্ছে, ততোই কর অঞ্চলগুলোতে ভিড় বাড়ছে। করদাতারা যাতে সুন্দর পরিবেশে কর দিতে পারে, সেজন্য মাস জুড়ে চলছে এ সংক্রান্ত কার্যক্রম। প্রতিটি আয়কর সার্কেল অফিসে রিটার্ন জমা নেয়ার বুথ করা হয়েছে। রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় সেবার পাশাপাশি নতুন নিবন্ধনও করা হচ্ছে।

ইটিআইএন সংক্রান্ত বিভিন্ন সেবাও মিলছে এতে। ই-টিভিএস সিস্টেমের মাধ্যমে উৎসে কর কার্যক্রম চালু রাখা হয়েছে। ই-পেমেন্টের মাধ্যমেও দেয়া যাচ্ছে আয়কর। দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে দাখিল করা যাচ্ছে রিটার্ন। বিশেষ এই সেবা কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিটি কর অঞ্চলের ওয়েবসাইটে আয়কর-সংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকাসহ প্রয়োজনীয় তথ্যসেবা পাচ্ছেন করদাতারা।

করদাতারা জানিয়েছেন, জটিলতা এড়াতে এ মাসেই তারা আয়কর পরিশোধে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সময় কম লাগার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শও পেয়ে থাকেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply