ডিমলায় ভেঙে গেছে তিস্তার ৯০০ মিটার বাঁধ

|

টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে বিভিন্ন এলাকার নদ-নদীর পানি। সুনামগঞ্জ, লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর স্বপন বাঁধের ৯০০ মিটার ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সুরমা নদীর পানি সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা সদর, তাহিরপুর ও বিশম্ভরপুরের নিম্নাঞ্চলও ইতোমধ্যে প্লাবিত হয়েছে। ছয়টি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা ২ দিনের জন্য স্থগিত করেছে শিক্ষা অধিদফতর।

এদিকে নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর স্বপন বাঁধের ৯০০ মিটার ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে পানিবন্দী হয়েছে পড়েছে এক হাজারের বেশি পরিবার।

অন্যান্য পয়েন্টে তিস্তা ও ধরলার পানিও বিপদসীমার ওপর দিয়ে বইছে। লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তিস্তা ব্যারাজের সবগেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

যমুনা নদীর পানি সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply