আসামের পর এবার হরিয়ানায় এনআরসি

|

আসামের পর হরিয়ানায় জাতীয় নাগরিকত্ব তালিকা (এনআরসি) করার ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার।

রোববার সাবেক আমলাদের সাথে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, রাজ্য থেকে অবৈধ অভিবাসীর বের করতে বিজেপি সরকারের পরিকল্পনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কবে থেকে এ কার্যক্রম শুরু হবে তা নিশ্চিত করেনি মুখ্যমন্ত্রী।

গেলো ৩১ আগস্ট আসামের চূড়ান্ত নাগরিকত্ব তালিকা প্রকাশ করে সরকার। তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখের বেশি বাসীন্দা।

এর আগে ভারত জুড়ে এনআরসি করার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তৃণমুল কংগ্রেসসহ বিরোধীদের অভিযোগ স্বাধীনতার ৭২ বছর পর এনআরসি’র আড়ালে বঙ্গভঙ্গের ষড়যন্ত্র করছে কেন্দ্রীয় সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply