বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা

|

আনন্দ-উল্লাস আর প্রাণের উচ্ছাসে ৪৭তম বিজয় দিবস উদযাপন করছে জাতি। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১-এর এই দিনে, পরাজয় মেনে নেয় পাক-হানাদার বাহিনী। মাতৃভূমির জন্য প্রাণ দেয়া বীর শহীদদের জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে।

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলীর মধ্য দিয়ে দিবসের সূচনা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভোর ৬টা ৩৪ মিনিটে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নীরবে দাড়িয়ে থাকেন কিছু সময়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে, আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে স্মৃতিসৌধে দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এর পর একে একে সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, তিনবাহিনী প্রধানসহ উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রীয় আচার শেষে হলে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ। বাঙালীর গর্বের এই দিন উদযাপনে সর্বস্তরের মানুষের সাথে ছিলেন যুদ্ধদিনের বিদেশি বন্ধুরাও। সবার একটাই কথা- পরাজিত শক্তির দোসরদের বাধা পেরোনোর পর, এখন সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply