ফের পাক আকাশসীমায় মোদিকে বহনকারী বিমান প্রবেশে বাধা

|

আবারো পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান প্রবেশের অনুরোধ নাকচ করে দিল পাকিস্তান। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানায় পাক গণমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন।

সৌদি পাবলিক ইনভেস্টেমেন্ট ফান্ড কর্তৃক অনুষ্ঠিত এক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ২৮ অক্টোবর সৌদি আরব যাবার পথে মোদিকে বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার অনুমতি চেয়ে অনুরোধ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, আজ ২৭ অক্টোবর কাশ্মিরীরা দিনটিকে কালো দিন হিসেবে পালন করে থাকে, তাই অধিকৃত কাশ্মিরের জনগণের উপর যে স্বৈরাচারী শাসন চলছে তার প্রতিবাদ স্বরুপ আমরা ভারত সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করেছি।

তিনি আরও জানান, এ সিদ্ধান্ত ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে পৌছে দেয়া হয়েছে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশে বাধা দিল পাক সরকার।

এরআগে গত ২০ সেপ্টেম্বর জার্মানীতে সফর করার জন্য ও ২৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফেরার পথে পাক আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে পাক দফতরকে অনুরোধ করেছিল ভারত। কিন্তু সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply