তাজিকিস্তানে নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলা, নিহত ১৭

|

তাজিকিস্তানে একটি নিরাপত্তা চৌকিতে হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১৭ জনের। হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আইএসকে দায়ী করেছে দেশটি। অবশ্য, দায় স্বীকার করেনি আইএস।

জানা গেছে, কমপক্ষে ২০ জন দুর্বৃত্ত সমন্বিতভাবে হামলা চালায় নিরাপত্তা বাহিনীর ওপর। প্রাণ যায় এক সীমান্তরক্ষী এবং এক পুলিশ কর্মকর্তার। পরে দু’পক্ষের সংঘাতে নিহত হয় আরও ১৫ জন। এ ঘটনায় পাঁচ হামলাকারীকে আটক করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, আফগানিস্তান থেকে ৩ নভেম্বর তাজিকিস্তানে অনুপ্রবেশ করে হামলাকারীরা। ঘটনাস্থলের আশেপাশের সব সড়ক বন্ধ করেছে পুলিশ। পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে উজবেক সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply