গরু উদ্ধারে ফায়ার সার্ভিস

|

রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকার শ্রী রঞ্জিত ঘোষ। বড় সাধ করে অস্ট্রেলিয়ান জাতের একটি গরু পালছেন। প্রতিদিনই নিয়ম করে পদ্মা নদীর ধারে গরুটি চরাতে নিয়ে যান। বুধবার সকালেও নদীর ধারে বাঁধা ছিল গরুটি। কিন্তু হঠাৎ করেই ছাড়া পেয়ে ছুটে যায় নদীর ধারে। রঞ্জিত দেখতে পান নদীর ধারে চোরাবালিতে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে তার প্রিয় গরুটি। দ্রুতই স্থানীয়দের সাথে নিয়ে গরুটি উদ্ধারের চেষ্টা করেন রঞ্জিত। অনেক চেষ্টার পরও ব্যর্থ হয়ে একপর্যায়ে খবর দেন ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাখানেক চেষ্টার পর উদ্ধার হয় গরুটি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, প্রায় ঘণ্টাব্যাপী তৎপরতার পর সকাল সাড়ে দশটার দিকে গরুটিকে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করতে সক্ষম হন তারা।  উদ্ধারের সময় নদীর ধারে জমে যায় মানুষের ভিড়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অস্ট্রেলিয়ান জাতের গরুটি ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা ছাড়া চোরাবালি থেকে উদ্ধার করা সম্ভব হতো না।

যমুনা অনলাইন: এমআর/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply