তুর্কি স্থাপত্য শিল্পে অদ্ভুত সুন্দর কিছু ভবন

|

তুর্কি স্থাপত্য শিল্পে রঙের ব্যবহার বেশ চমকপ্রদ। একটি ভবনে নানান রঙের মিশেল দিয়ে তৈরি করা হয় এক অপূর্ব ডিজাইন। তেমন কিছু ভবনের ছবি তুলেছেন বিখ্যাত স্থপতি ও ফটোগ্রাফার ইয়েনার তরুন।

ব্রিটেনের দ্য গার্ডিয়ান ইয়েনেরের কিছু ছবি প্রকাশ করেছে। দেখুন অদ্ভুত সুন্দর রঙের খেলায় বানানো সেই ভবনগুলো—

আনতালিয়া জেলায় একটি হোটেল।

তুরস্কের আভজিলার জেলায় একটি অ্যাপার্টমেন্ট।

মুরাদপাশা জেলায় একটি শিল্প জাদুঘর।

উসাকে একটি পার্কের স্থাপনা।

ইফেলার জেলায় একটি স্কুল ভবন।

কুসাদাসি জেলায় সামাজিক আবাসন প্রকল্পে ভবন।

বেইকজ জেলায় একটি সরকারি অফিস ভবন।

ইস্তাম্বুলের উমরানি জেলায় একটি হাসপাতাল ভবন।

বরনভা জেলায় একটি হোস্টেল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply