ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের লেবুতলা এলাকায় ভুট্টা খেতে তরিকুল (১৮) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে । নিহতের বাড়ি মহেশপুর উপজেলার ভৈরবা পাচপোতা এলাকায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, আজ সকালে জেলার মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্তের মাঠের ভিতর থেকে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। সে ভৈরবা পাচপোতা এলাকার বিশ্বাস বাড়ির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ-৫৮ বিজিবি’র পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, কি কারণে তার মৃত্যু হয়েছে বিষয়টি এখনও জানা যায়নি। তবে যেহেতু সীমান্ত এলাকায় পাওয়া গেছে মরদেহ, হয়তো এর পিছনে কোন কারণ থাকতে পারে। সে গরু ব্যবসায়ীও হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে ।
Leave a reply