মেরিটাইম খাতকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

|

নানা সমস্যায় জর্জরিত দেশের মেরিটাইম খাত। এ খাতকে বাঁচাতে আশু ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে বলা হয়, জাহাজের সংখ্যা কমে যাওয়ায়, এবং চাহিদার চেয়ে দুই-তিন গুণ বেশি ক্যাডেট ভর্তি করায় অস্তিত্ব সংকটে পড়েছে দেশের মেরিটাইম খাত। সমুদ্রগামী বাংলাদেশি জাহাজের সংখ্যা কমছে আশঙ্কাজনকহারে। এ ছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের কোনো সমুদ্রগামী জাহাজ নেই।

সম্মেলনে আরও বলা হয়, শুধু জাহাজ নয়, সংকটে রয়েছেন বাংলাদেশি নাবিকরাও। তারা দুবাইয়ের মতো মেরিটাইম সমৃদ্ধ দেশে ভিসা পাচ্ছেন না। পাশাপাশি অন্যান্য দেশগুলোতেও ভিসা পেতে নাবিকদের বিভিন্নভাবে হেনস্তার শিকার হতে হয়। সমস্যার সমাধানে আশু কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

দ্রুত এ সব সমস্যার সমাধান না করা হলে, গর্ব করার মত এই খাতটি মুখ থুবড়ে পড়বে বলেও সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply