বাজেটে ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা

|

২০২০-২১ অর্থবছরের বাজেটের মোট আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবারের বাজেটে আয় ধরা হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৩ কোটি টাকা। এর মধ্যে, রাজস্ব থেকে আয় ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা যেখানে এনবিআর নিয়ন্ত্রিত কর ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।

অনুদান ব্যতীত এবারের বাজেটে ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরের বাজেটে ঘাটতি জিডিপির ৬ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটে এই ঘাটতি আছে ৫ শতাংশ।

বাজেট বক্তৃতায় বলা হয়, ঘাটতি অর্থায়নে ৮০ হাজার ১৭ কোটি টাকা আসবে বৈদেশিক অনুদান থেকে। অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে ১ লাখ ৯ হাজার ৯৮৩ কোটি টাকা। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ৮৪ হাজার ৯৮৩ কোটি টাকা। সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক–বহির্ভূত খাত থেকে নেওয়া হবে ২৫ হাজার কোটি টাকা।

আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৮.২ শতাংশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply