করোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মৃত্যু

|

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন (৩৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সোমবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনায় সংক্রমিত হয়ে এই প্রথম কোনো কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা মারা গেলেন। মিরপুরের বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে কর্মরত ছিলেন তিনি।

জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হলে গত ১২ জুন শেখ ফরিদ উদ্দিনকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। প্লাজমাও দেওয়া হয়।

শেখ ফরিদ উদ্দিন ২০১০ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply