করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দেড়লক্ষ খাবার বিতরণ করবে রোটারি ইন্টারন্যাশনাল

|

করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে দেড় লক্ষ খাবার পৌঁছে দেয়ার কর্মসূচি শুরু করেছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১। সেইসাথে আরও ৩ হাজার পরিবারকে একমাসের জীবনধারণের সমপরিমান আর্থিক ও খাদ্য সহায়তা দেয়া হবে বলেও জানায় তারা।

আজ রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি গভর্নর আবুল খায়ের চৌধুরী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, দেশব্যাপী করোনাভাইরাসের বিস্তার শুরু হওয়ার পর দরিদ্র শ্রমজীবীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ, পিপিই বিতরণ অক্সিজেন পুল গঠনসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল।

এসময়, রোটারি ফাউন্ডেশনের সহায়তায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে কোভিড-১৯ টেস্ট কিট প্রদান ও ভেন্টিলেটর স্থাপনের প্রজেক্টও বাস্তবায়ন করছে বলে জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply