মোদিকে ফোনে হুমকি দিয়ে গ্রেফতার হলেন হরভজন সিং!

|

ছবি: এনডিটিভি

নেশার ঘোরে পুলিশের হেল্পলাইনে ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে ফেঁসে গেছেন হরভজন সিং। আপাতত পুলিশ হেফাজতেই রয়েছেন তিনি। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, গ্রেফতার হওয়া ওই ব্যক্তি ভারতের বিখ্যাত খেলোয়াড় হরভজন সিং নয়। সে হরিয়ানা প্রদেশের বাসিন্দা। কিন্তু তিনি থাকেন উত্তরপ্রদেশের নয়ডায়।

এনডিটিভি জানিয়েছে, পুলিশের হেল্পলাইন ১০০ নম্বরে ডায়াল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দেন এক ব্যক্তি। তারপরই ঘটনার তদন্তে নেমে ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করে নয়ডা পুলিশ। অভিযুক্ত হরভজন সিং ‘মাদকাসক্ত’ এবং নেশার ঘোরেই এ কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা অঙ্কুর আগরওয়াল এনডিটিভিকে বলেন, হরভজন ১০০ নম্বরে ফোন দিয়ে প্রধানমন্ত্রীর ক্ষতি করার হুমকি দেন। ওই ফোনের পরেই স্থানীয় থানার পুলিশ ঘটনাটির তদন্তে নামে। এরপরই মামুরা থেকে অভিযুক্তকে খুঁজে বের করে তাকে গ্রেফতার করে পুলিশ।

নয়ডা পুলিশ জানিয়েছে, ওই হুমকি ফোনের পেছনে অন্য কেউ জড়িয়ে আছে কিনা বা কেনো এই ধরনের ফোন করা হলো, সব বিষয়গুলোই খতিয়ে দেখা হচ্ছে।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply