কর্ন ফ্লাওয়ারের বিভিন্ন ব্যবহার

|

কর্ন ফ্লাওয়ারের বিভিন্ন ব্যবহার

কর্ন ফ্লাওয়ারের বিভিন্ন ব্যবহার রয়েছে। আসুন জেনে নেই কর্ন ফ্লাওয়ারের ভিন্ন ব্যবহারের নিয়মাবলী-

* কর্ন ফ্লাওয়ারের সঙ্গে পানি মিশিয়ে জানালার কাচ পরিষ্কার করুন। মিশ্রণটি কাচে লাগিয়ে একটি কাপড় দিয়ে আলতো করে ঘষে নিন। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।

* কাচে ধুলো জমে ঝাপসা হয়ে গেলে কুসুম গরম পানিতে ২ চা চামচ কর্ন ফ্লাওয়ার মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। কাচের উপর এই মিশ্রণ স্প্রে করে খবরের কাগজ দিয়ে মুছে নিন।

* জুতা-মোজা পরলে পা ঘেমে যাচ্ছে? খানিকটা কর্ন ফ্লাওয়ার পায়ে হালকা করে লাগিয়ে নিন। মুক্তি মিলবে ঘাম থেকে।

* পোশাকে তেলের দাগ লাগলে সেই জায়গায় কিছুটা কর্ন ফ্লাওয়ার ছড়িয়ে দিন। ১৫-২০ মিনিট পর সাবান-পানি দিয়ে জায়গাটা ধুয়ে নিন। দাগ উঠে যাবে।

* কালির দাগ তুলতে কর্ন ফ্লাওয়ার পানির সঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। দাগযুক্ত জায়গায় পেস্টটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। অল্প ভেজা থাকা অবস্থায় নরম টুথব্রাশ দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন দাগ।

* জুতায় দুর্গন্ধ হলে কিছুটা কর্ন ফ্লাওয়ার ছড়িয়ে রাখুন ভেতরে। সারারাত রেখে পরদিন মুছে নিন।
চটজলদি পোশাকে মাড় দেওয়ার জন্য পানির সঙ্গে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে গরম করুন। মিশ্রণ ঘন হয়ে গেলে ব্যবহার করুন মাড় হিসেবে।

* পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে সমপরিমাণ কর্ন ফ্লাওয়ার এবং প্লাস্টার অব প্যারিস একসঙ্গে মিশিয়ে পোকার আনাগোনা যেখানে বেশি সেখানে দিয়ে রাখুন।

* রূপার গয়না বা বাসনপত্র কালচে হয়ে গেলে পানিতে কিছুটা কর্ন ফ্লাওয়ার মিশিয়ে ভালো করে গুলে তার মধ্যে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর পরিষ্কার পানিতে ধুয়ে নিন।

* খুব তৈলাক্ত ত্বক হলে ট্যালকাম পাউডারের সঙ্গে সামান্য কর্ন ফ্লাওয়ার মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেবে এবং সহজে ঘাম হবে না।

* চুল খুব তেলতেলে হয়ে আছে অথচ হাতে শ্যাম্পু করার মতো সময় নেই? চুলের উপর খানিকটা কর্ন ফ্লাওয়ার ছড়িয়ে চুল ভালো করে আঁচড়ে নিন। চুলের তেলতেলে ভাব দূর হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply