নাব্য সংকটে নয়দিন ধরে বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি পারাপার

|

নাব্য সংকটে নয়দিন ধরে বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি পারাপার

নাব্য সংকটে নয়দিন ধরে বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি পারাপার। উভয় ঘাটে আটকা পড়ে আছে কয়েকশ পণ্যবাহী ট্রাক।

দুপুর নাগাদ লৌহজং টার্নিং চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটের মূল ও বিকল্প চ্যানেল বন্ধের পর বেশ কিছু দিন পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে ফেরি পারাপার হয়। গত ৩ সেপ্টেম্বর চায়না চ্যানেলে, ডুবোচরে আটকে যায় একাধিক ফেরি। তারপর থেকে ওই চ্যানেলে বড় নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এরপর লৌহজং চ্যানেলে ড্রেজিং তৎপরতা জোরদার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply