কুলভূষণের জন্য ভারতীয় আইনজীবি নিয়োগে পাকিস্তানের কাছে দিল্লির আবেদন

|

গুপ্তচরবৃত্তির দায়ে পাকিস্তানে আটক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় নৌ-সেনা অফিসার কুলভূষণ জাধভের মৃত্যুদণ্ড পর্যালোচনা মামলায় ভারতীয় আইনজীবী নিয়োগের জন্য পাকিস্তানের কাছে আবেদন জানাল দিল্লি। খবর হিন্দুস্তান টাইমস’র।

বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব অভিযোগ করে বলেন, কুলভূষণ জাধভ মামলায় আন্তর্জাতিক আদালতের দেওয়া রায় বাস্তবায়িত করেনি পাকিস্তান।

তিনি আরও বলেন, ‘পাকিস্তান এখনও পর্যন্ত মূল বিষয়গুলি নিয়ে কিছু করেননি, যার মধ্যে রয়েছে মামলা সংক্রান্ত সমস্ত নথি প্রকাশকরা, কুলভূষণ জাধভকে শর্তবিহীন ও অবাধ কূটনৈতিক অধিকার দেওয়া এবং বাধাহীন ও সুবিচার পেতে একজন ভারতীয় আইনজীবী নিয়োগের ব্যবস্থা করা।’

সম্প্রতি পাকিস্তানের সংসদ অর্ডিন্যান্সের মেয়াদ চার মাস বৃদ্ধি করেছে যাতে আইসিজে-র নির্দেশ অনুসারে কুলভূষণ তার মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে পাকিস্তানের হাই কোর্টে আবেদন জানাতে পারেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply