পোপ জন পলের রক্ত চুরি!

|

খ্রিস্ট ধর্মীয় রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রয়াত প্রধান ধর্মগুরু পোপ দ্বিতীয় জন পলের রক্ত চুরি হয়েছে। ইতালির স্পোলেটো শহরের একটি গির্জা থেকে এই রক্ত চুরি যায়।

২০১৬ সালে পোপের দ্বিতীয় জন পলের রক্তসহ এই শিশি পোল্যান্ডের ক্রাকো গির্জার তৎকালীন আর্চবিশপ কার্ডিন্যাল স্তানিস্লাভ জিভিৎস স্পোলেটা গির্জাকে উপহার হিসেবে দেন। ২০০৫ সালে মৃত্যুর পর স্মারক হিসেবে তার কয়েক ফোঁটা রক্ত সংগ্রহ করে রাখা হয়েছিল।

এরই মধ্যে চুরির ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে, তারা বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছে। স্পোলেটা গির্জার আর্চবিশপ রেনাতো বোকার্দো বলেছেন, ‘‘আমি আশা করতে চাই, এটা নিছকই একটি চুরির ঘটনা এবং এর সঙ্গে বিশ্বাসীদের অনুভূতিতে আঘাত করার কোনো সম্পর্ক নেই৷ এই চুরি এটা বিক্রি করে অর্থ উপার্জনের উদ্দেশ্যে করা হয়নি, এটিও আমি বিশ্বাস করতে চাই৷’’

বৃহস্পতিবার রাতে একজন কর্মী গির্জাটি বন্ধ করতে গেলে জন পলের রক্ত চুরির ঘটনাটি বুঝতে পারেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply