কুকুরের চোখে ‘এ আর চশমার’ পরীক্ষা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী

|

মার্কিন সেনাবাহিনী ডেমো দেখিয়েছে লড়াকু কুকুরের জন্য বানানো অগমেন্টেড রিয়ালিটি (এআর) চশমার। এই চশমা বানানো হয়েছে দূর থেকেই কুকুরকে নির্দেশনা দেওয়ার জন্যই।

কুকুরের জন্য এআর এ চশমাটি বানিয়েছে ‘কমান্ড সাইট’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মার্কিন আর্মি রিসার্চ ল্যাবরেটরি (এআরএল)।

গোলাবারুদ এবং অন্যান্য বিপদ শনাক্তকরণের কাজ করে সেনাবাহিনীর কুকুরগুলো। এক্ষেত্রে নির্দেশনার দরকার হয় তাদের। এআর চশমার মাধ্যমে কুকুরকে বিপজ্জনক জায়গা থেকে নিরাপদে বের করে আনতে নির্দেশনা দিতে পারবেন কর্মকর্তারা।

বর্তমানে যুদ্ধক্ষেত্রে কুকুরগুলোকে হাতের ইশারা বা লেজার পয়েন্টারের মাধ্যমে নির্দেশনা দেয় সৈনিক। এক্ষেত্রে ওই সৈনিককে কুকুরের কাছাকাছি দূরত্বে থাকতে হয়। এবার চশমার ভেতরে একটি দৃশ্যমান নির্দেশক দেখতে পাবে কুকুর।

এ নির্দেশনা অনুসরণ করতে কুকুরকে প্রশিক্ষণ দেয়া হবে, যাতে তারা নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে। এদিকে কুকুরটি কী দেখছে রিমোট ভিডিও ফিডের মাধ্যমে তা দেখতে পাবেন কুকুরটির নির্দেশদাতা সৈনিক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply