আখাউড়া স্থলবন্দরে ৭ দিন আমদানি-রফতানি বন্ধ

|

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ ২২ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। পরে লক্ষ্মীপূজা উপলক্ষে ৩১ অক্টোবরও বাণিজ্য বন্ধ থাকবে। এরমাঝে সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকায় সব মিলে আমদানি-রফতানি বাণিজ্য সাত দিন বন্ধ থাকবে। পয়লা নভেম্বর সকাল থেকে মাছ রফতানির মধ্য দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে বলে জানা গেছে।

তবে এই বন্ধের মাঝে শুধু দু’দেশে আটকেপড়া ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রীরা নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারবেন। অন্যদিকে পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মীর হোসেন জানান, পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবদুল হামিদ জানান, বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও করোনা পরিস্থিতির কারণে দু’দেশে আটকেপড়া পাসপোর্টধারী ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply