ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের দাবিতে চুয়াডাঙ্গায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙ্গালী জাগো শ্নোগানে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। দামুড়হুদা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী উত্তম কুমার দেবনাথের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা দলিত পরিষদের সভাপতি শোভন দাস, দামুড়হুদা ডিগ্রী কলেজের প্রভাষক মিল্টন কুমার সাহা, দামুড়হুদা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত কুমার শান্তারা, সহ সভাপতি শ্রী দিপেন কুমার ঘোষ ও দামুড়হুদা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বরুপ দাস।

বক্তারা বলেন, সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে আমাদের সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী রহস্যজনক কারণে এসব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছেন না। যাতে করে আমাদের লোকজনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply