ফের মিয়ানমারের ক্ষমতায় আসছেন অং সান সু চি

|

মিয়ানমারের ক্ষমতায় ফের আসছে অং সান সু চি’র দল- ন্যাশরাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। প্রাথমিক ভোট গণনা ও ফল প্রকাশে নিশ্চিত হয়েছে বিষয়টি।

সোমবার জয়ের দাবিও করেছে ক্ষমতাসীন দলটি। সন্ধ্যা নাগাদ পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করবে মিয়ানমারের নির্বাচন কমিশন।

এ উপলক্ষ্যে রোববার রাত থেকেই উল্লাসে মেতেছেন এনএলডি কর্মী-সমর্থকরা। রাজধানী নেইপিদোর পাশাপাশি ইয়াঙ্গুন হয়ে ওঠে উৎসবের নগরী। এসময়, সু চি’র পোস্টার এবং দলীয় পতাকায় রঙীন হয় রাজপথ।

এখনো, দূরবর্তী অঞ্চলগুলো থেকে সংগৃহীত ভোটের গণনা হচ্ছে। ২০১৫ সালে, জান্তার কাছ থেকে প্রথমবার ক্ষমতা নেয়ার পর এটাই গণতান্ত্রিক সরকারের প্রথম সাধারণ নির্বাচন। যাতে অংশ নিয়েছে ৯৩টি রাজনৈতিক দল। ভোটাধিকার প্রয়োগ করেন ৩ কোটি ৭০ লাখের বেশি বাসিন্দা। অবশ্য নিরাপত্তার অজুহাতে ভোটার তালিকা থেকে ১৫ লাখ সংখ্যালঘুকে বাদ দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply