রাজশাহীকে ১৭৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ঢাকা

|

বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ ক্রিকেটে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে জয়ের জন্য ১৭৬ রানের টার্গেট দিয়েছে বেক্সিমকো ঢাকা। বিকেলে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৫ রান তোলে ঢাকা। জবাবে ব্যাট করছে রাজশাহী।

শুক্রবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় রাজশাহী। শুরুটা দুর্দান্ত করেছিলো রাজশাহীর বোলাররা। মাত্র ৪৮ রানে ঢাকার তিন উইকেট তুলে নিয়ে কম রানে আটকে রাখতেই চেয়েছিল ঢাকাকে।

কিন্তু রাজশাহীর সেই স্বপ্নকে উড়িয়ে দিয়েছে ইয়াসির আলীর দুর্দান্ত ব্যাটিং। মাত্র ৩৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন বড় সংগ্রহ। তার সাথে যুক্ত হয়েছিল আকবর আলীর ২৩ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস। দলনেতা মুশফিকুর রহিম করেছেন ৩৭ রান। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম। জবাবে ১৭৬ রানের টার্গেটে ব্যাট করছে রাজশাহী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply