২১ আগস্ট গ্রেনেড হামলা: সাবেক ডিআইজি সাঈদ হাসানকে জামিন দেয়নি আপিল বিভাগ

|

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক ডিআইজি খান সাঈদ হাসানকে জামিন দেননি আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ জামিন নামঞ্জুর করেন।

ডিআইজি খান সাঈদ হাসান গ্রেনেড হামলার পর থেকে পলাতক ছিলেন। গেলো বছর সেপ্টেম্বরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। বিচারিক আদালত তার বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনার সাথে তার সংশ্লিষ্টতা পায় এবং ওই হামলার সাক্ষ্য প্রমাণ আলামত নষ্টেরও প্রমাণ পায়। এরপর তাকে ৪ বছরের সাজা দেয়া হয়।

২১ আগস্টের মূল মামলাটি ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে বর্তমানে অপেক্ষমাণ আছে। ডিআইজি খান সাঈদ হাসন ২১ আগস্টের গ্রেনেড হামলার দিন নিরাপত্তায় নিয়োজিত পুলিশদের হামলার পূর্বেই অন্য জায়গায় সরিয়ে নেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply