সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হলো ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ড্র

|

সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হলো ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ড্র। যেখানে তুলনামুলক কঠিন গ্রুপ ‘বি’তে স্পেনের সঙ্গে আছে সুইডেন। এ’গ্রুপে লড়বে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল।

গ্রুপের বাকি দলগুলো হলো সার্বিয়া, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ ও আজারবাইজান। গ্রুপ ‘সি’তে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি লড়বে সুইজারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, বুলগেরিয়া ও লিথুনিয়ার বিপক্ষে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স পড়েছে গ্রুপ-‘ডি’তে। গ্রুপ-ই’তে খেলবে বেলজিয়াম। নেদারল্যান্ডস ও তুরস্ক লড়বে গ্রুপ-জি’তে।

আই-গ্রুপে ইংল্যান্ডের প্রতিপক্ষ হাঙ্গেরি ও আলবেনিয়া। আর জার্মানি পড়েছে গ্রুপ ‘জে’তে। আগামী মার্চ মাসে শুরু হবে বাছাইপর্বের লড়াই। শেষ হবে নভেম্বরে। বিশ্বকাপে সুযোগ পাবে শীর্ষ ১০ দল। বাকিদের ভাগ্য নির্ধারণ হবে প্লে-অফে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply