রফতানি বাড়াতে সরকার সহায়তা দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী

|

রফতানি বাড়াতে সরকার সহায়তা দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী

পণ্যের বহুমুখীকরণের অংশ হিসেবে চামড়া, হালকা-প্রকৌশল ও প্লাস্টিক পণ্য বিশ্বমানের করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠন করা হয়েছে ৩৪০ কোটি টাকার তহবিল। প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি আধুনিকায়নে ব্যবহার হবে এই অর্থ।

বুধবার সকালে পিআইএফআইসি কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৈঠকে বলা হয়, পোশাক খাত ছাড়াও সম্ভাবনাময় অন্যান্য পণ্যের আন্তর্জাতিক বাজার তৈরি করতে পারলে সহজেই রফতানির লক্ষ্য অর্জন সম্ভব।

বাণিজ্যমন্ত্রী মনে করেন, ২০৪১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে, রফতানি বহুমুখীকরণ, পণ্যের বাজার সম্প্রসারণ ও বিকল্প কর্মসংস্থান তৈরিতে এই প্রকল্প ভূমিকা রাখবে। বিশ্বব্যাংকের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন করবে বাণিজ্য মন্ত্রণালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply